বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

সোহরাওয়ার্দীতে হচ্ছে এবারের অমর একুশে বইমেলা

ঢাকা, ২০ জানুয়ারি (জাস্ট নিউজ): বাংলা একাডেমির পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে হবে এবারের অমর একুশে গ্রন্থমেলা। সোমবার বিকালে বাংলা একাডেমির সভাকক্ষে আয়োজিত আন্তমন্ত্রনালয়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলা একাডেমি প্রাঙ্গণে স্থান সংকুলান না হওয়ায় একাডেমির সামনের রাস্তায় মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক সংস্থা। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে মেলা আয়োজনের দাবি জানায় প্রকাশকরা। এরই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানাযায়, বিক্রয়কেন্দ্র ভবন নির্মাণের কারণে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার স্থান সংকট দেখা দেয়। ফলে সামনের রাস্তায় প্রকাশকদের স্টল বরাদ্দ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি কর্তৃপক্ষ। কিন্তু প্রকাশকদের সংগঠন সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতি নিরাপত্তার কথা বিবেচনা করে সোহরাওয়ার্দী উদ্যানে মেলা আয়োজনের জন্য লিখিতভাবে আবেদন জানায়।

তবে মেলা সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হলেও মেলার সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার স্টল একাডেমি প্রাঙ্গণেই থাকবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন