শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪

আফ্রিকার তেল-গ্যাস শোষণ করতেই ইবোলা প্রচারণা


সম্প্রতি বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম ইবোলা। এখনো পর্যন্ত রোগটির কোন প্রতিশেধক আবিস্কার করতে পারেনি গবেষকরা। বরং একের পর এক ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। আর এজন্য বিমানবন্দরসহ সব প্রবেশ পথে সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ।

তবে রোগটিকে যত ভয়াবহ বলে প্রচারণা চালানো হচ্ছে বাস্তবে ততটা নয়। এবং এই প্রচারণার মূল উদ্দেশ্য হচ্ছে পশ্চিম আফ্রিকার তেল ও গ্যাস শোষণ বলে জানিয়েছেন মার্কিন অনুসন্ধানী সাংবাদিক সুসানে পোজেল।

‘অকুপাই কর্পোরেটিজম’ পত্রিকার প্রধান সম্পাদক সুসানে পোজেল বলেন, এবোলা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে, প্রচারণার এমন ধুম্রজাল তৈরি করে পশ্চিম আফ্রিকা থেকে তেল ও গ্যাস শোষণ করতে চাইছে যুক্তরাষ্ট্র। প্রকৃতপক্ষে কি ঘটছে, তা থেকে সবার দৃষ্টি সরিয়ে রাখতে এবোলার প্রচারণা চালানো হচ্ছে।

সুসানে পোজেল জানান, লাইবেরিয়াতে যে তেল ও গ্যাস সম্পদের সন্ধান পাওয়া গেছে, তা দিয়ে কয়েক শ’ বছর চলা যাবে। তিনি বলেন, পশ্চিম আফ্রিকার এ দেশটির সম্পদ কেড়ে নেয়ার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। এজন্য যাতে কেউ কোন সমস্যা তৈরি করতে না পারে, সেজন্য এবোলার মতো ভয়াবহ রোগের প্রচারণা চালানো হচ্ছে।

এবোলা রোগ নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট বারাক ওবামা পশ্চিম আফ্রিকায় হাজার হাজার সেনা মোতায়েন করছেন বলে যখন দাবি করা হচ্ছে, তখন এ মন্তব্য করলেন। সুসানে বলেন, তেল-গ্যাস উত্তোলনের পূর্ব মুহূর্তে ক্ষেত্রগুলোর নিñিদ্র নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে হাজার হাজার মার্কিন সেনা পাঠানো হচ্ছে।

একই সঙ্গে এবোলার মতো ছোঁয়াচে রোগের কথা ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি করা হচ্ছে, যাতে কেউ কোন রকম প্রতিরোধ গড়ে তুলতে না পারে। মার্কিন সরকার এরই মধ্যে লাইবেরিয়ায় ৪,০০০ সেনা মোতায়েন করেছে, যার মধ্যে ভয়াবহভাবে কথিত ‘এবোলা আক্রান্ত’ একটি এলাকা রয়েছে। ওই এলাকায় বৃটেনও সেনা পাঠাবে বলে জানানো হয়েছে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে- এসব এলাকায় মার্কিন সেনারা এবোলা আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন