শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫

শোকে অসুস্থ খালেদা জিয়া, ফিরে গেলেন শেখ হাসিনা

প্রিয় পুত্র আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুশোকে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে তাকে বর্তমানে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁর বিশেষ সহকারি শিমুল বিশ্বাস।

শনিবার রাত সোয়া আটটার দিকে বিএনপি চেয়ারপার্সনের  গুলশান কার্যালয়ে এক প্রেস বিফ্রিংএ তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র তারেক রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার দুপুরে মালয়েশিয়ায় ইন্তেকাল করেন।

শিমুল বিশ্বাস বলেন, শোকার্ত বেগম খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। পরবর্তীতে তিনি সুস্থ বোধ করলে প্রধানমন্ত্রীকে জানিয়ে দেয়া হবে। শিমুল বিশ্বাস এসময়  গণতন্ত্রের বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন।

এদিকে রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু এবং তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন। তিনি গাড়ী থেকে নেমে কার্যালয়ের সামনে আসেন। এসময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহাকরি শিমুল বিশ্বাস বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদেকে খালেদা জিয়ার অসুস্থতা ও ইনজেকশনের মাধ্যমে  ঘুম পাড়িয়ে রাখার কথা অবহিত করেন। এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে যান।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন