
সমাবেশে ‘নবীর শিক্ষা করনা ভিক্ষা’ এই দীক্ষাকে সামনে রেখে করবো না আর ভিক্ষাবৃত্তি আমরা এখন আয়বর্ধক কাজ করি এমন শ্লোগান সম্মিলিত ফেস্টুন নিয়ে সমাবেশে সহস্রাধিক ভিক্ষুকের সমাবেশ ঘটে। ভিক্ষুকদেরকে বিভিন্ন আয়বর্ধক কাজের সাথে সংশ্লিষ্ট করে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিদ্দিকুর রহমান তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন।
শনিবার দুপুরে উপজেলা চত্ত্বরের আম্র কাননে উপজেলা নির্বাহী অফিসার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তাফা ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম প্রমূখ।
সমাবেশে হুইপ শওকত চৌধুরী আজ থেকে কিশোরগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন এবং ভিক্ষুকদের ব্যাপারে সার্বিক সাহায্যের প্রতিশ্রতি দেন।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার গত ৬ই মার্চ যোগদানের পর বিভিন্ন অফিসে ভিক্ষুকের গণউপদ্রব লক্ষ্য করে তাদের পুনর্বাসনের কাজ শুরু করেন।
![]() |
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান |
এর পরেও কোন ভিক্ষুকের মৌলিক চাহিদা দেখা দিলে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পুনর্বাসন কমিটিকে জ্ঞাত করতে হবে অন্যথায় কেউ নেশায় বা পেশায় ভিক্ষা করছে প্রমানিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সমাবেশে উল্লেখ করা হয়।

এ সমাবেশের মাধ্যমে বক্তারা কিশোরগঞ্জ উপজেলার ভিক্ষুক পুনর্বাসনে তথা আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য সকল ধর্ণাঢ্য ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান। -আব্দুর রাজ্জাক রানা
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন